খেলাধুলা

মেসির অবসরের গুঞ্জন উস্কে দিলেন ভালভার্দে

ঢাকা অর্থনীতি ডেস্ক: লিওনেল মেসির অবসরের গুঞ্জন ফের উসকে দিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। কয়েকদিন আগে খুদে জাদুকরের বন্ধু ও ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ বলেন, ‌অবসর নিয়ে মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যালন ডি’অর জিতলে স্বাভাবিকভাবেই একজন ফুটবলার খুশি হয়। আবার নার্ভাসও থাকে। সেও নার্ভাস ছিল। তাই এ নিয়ে এমন কথা বলেছে ও।

তবে ভালভার্দের কণ্ঠে ভিন্ন সুর। তিনি জানান, মেসির অবসর খুব বেশি দূরে নয়। এরকম কেন বলছেন বার্সা কোচ? তবে কি ছোট ম্যাজিসিয়ান এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন?

জবাবে ভালভার্দে বলেন, ‌অবসর ব্যাপারটা প্রাকৃতিক ও স্বাভাবিক। মেসির বয়স এখন ৩২। সে এখনই অবসর নিয়ে ভাবছে, এ কথা বলছি না। যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর প্রত্যেককেই অবসর নিয়ে ভাবতে হয়।

এরপরই কাতালান কোচের সংযোজন, আমি মনে করি না, এটা নিয়ে মাতামাতির প্রয়োজন আছে। বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে হবে। মেসি যদি ব্যাপারটা নিয়ে ভাবে, এর মানে এ নয় যে; সে আগামী ৩ দিনের মধ্যেই অবসর নিয়ে নিচ্ছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close