দেশজুড়েপ্রধান শিরোনাম

অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবেঃ ফ্লোরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

শনিবার স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close