দেশজুড়ে

চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বিপ্লব হোসেন (৩০)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত বিপ্লব হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হানিফ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আটিগ্রাম এলাকায় চোর সন্দেহে গণপিটুনি দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং অফিসার নবীন মিয়া জানান, সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিপ্লব নামে এক ব্যক্তিকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close