দেশজুড়েপ্রধান শিরোনাম

অনলাইনে মামলা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্ক : সারাদেশে অনলাইনে মামলা দায়ের করার সেবা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বর্তমানে, নিকটবর্তী থানায় যাওয়ার পরেই কেবল এফআইআর দায়ের করা যায়। পদ্ধতিটি জটিল এবং এতে অপব্যবহারের সুযোগ রয়েছে।

 

অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯-এর মতো একটি নিবেদিত কল করার জন্য একটি নম্বর করা। যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে এফআইআর দায়ের করতে পারেন।

 

যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর দায়ের করার জন্য একটি নতুন ফোন নম্বর চালু করতে পুলিশ প্রধান বাহারুল আলমকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের নাগরিকদের মামলা করার সময় যে ঝামেলার মুখোমুখি হয় তা কমাবে।’

প্রধান উপদেষ্টা অনলাইনে মামলা দায়েরের বিষয়ে যেকোনো তথ্য দেওয়ার জন্য একটি নিবেদিত কল সেন্টার স্থাপনের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যারা অনলাইনে মামলা করতে সমস্যার মুখোমুখি হবে-তারা সহজেই কল সেন্টারের সহায়তা নিতে পারবেন।’

 

Related Articles

Leave a Reply

Close
Close