দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় পাঁচজন নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজশাহী, গাইবান্ধা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২০ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী মোড়ে ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, এক পথচারীকে বাঁচাতে গিয়ে একটি পিকআপ রাজাবাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপার দুইজনই নিহত হন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে মেয়ে শেফালী বেগম ও মা রাহেলা বেওয়া নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস গোবিন্দগঞ্জের অভিরামপুরে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে শেফালী বেগম নিহত হয় এবং মা রাহেলা বেওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হন।

এদিকে, চুয়াডাঙ্গার উথলীতে সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close