কৃষিশিল্প-বানিজ্য

শস্য সংগ্রহে কোনো ভাবেই অনিয়ম হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে শস্য সংগ্রহে কোনো ভাবেই অনিয়ম হতে দেওয়া হবে না। প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান কিনবে সরকার। এজন্য ক্রয় কমিটিতে যুক্ত স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তদারকি জোরদার করতে হবে।

বুধবার (১৫ মে) বিকেলে নওগাঁ খাদ্যগুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বাজারমূল্যে সামঞ্জস্য আনতে সারাদেশে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান দ্রুত করার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

এবার ধানের উৎপাদন ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন ভালো হলেও বেড়েছে উৎপাদন খরচও। সেই হিসেবেই দর বেঁধে দেওয়া হয়েছে। আর উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান চালানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিলার ও ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close