বিনোদন

মাদককাণ্ডে ‘মিডিয়া ট্রায়াল’, আদালতের দ্বারস্থ রাকুলপ্রীত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদক সেবন করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে এমনই দাবি করেন রিয়া চক্রবর্তী। এমনকী মাদক সেবন বা চক্রের সঙ্গে বলিউডের কোন কোন তারকার যোগ রয়েছে, তা নিয়ে ২৫ জনের একটি তালিকাও এনসিবির হাতে তুলে দেন রিয়া। যার মধ্যে প্রথমেই সারা আলি খান এবং রাকুলপ্রীত সিংয়ের নাম রয়েছে। এ নিয়ে সারা কোনো মন্তব্য না করলেও আদালতের দ্বারস্থ হয়েছেন রাকুল প্রীত সিং।

মাদক মামলায় বলিউড ও দক্ষিণী এই নায়িকার নাম জড়িয়ে যেভাবে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, তা বন্ধ করা হোক বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন ও পিটিশনও দাখিল করেছেন রাকুল প্রীত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম মেনেই যাতে মাদক মামলায় তার মক্কেলের নাম নিয়ে টানাহেঁচড়া করা হয়, সে বিষয়ে আবেদন করেছেন অভিনেত্রীর আইনজীবী।

রাকুল প্রীতের আবেদনের পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাওয়া হয় দিল্লি হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি প্রোগাম কোডসহ বিভিন্ন গাইডলাইন মেনেই যাতে খবর প্রকাশ করা হয়, সে বিষয়ে সংবাদমাধ্যমকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয় দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে।

অন্যদিকে কোনো সংবাদমাধ্যমের তরফ থেকে নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে খবর প্রকাশ করা হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয় ২৯ বছর বয়সী অভিনেত্রী রাকুল প্রীতের আইনজীবী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close