করোনাবিশ্বজুড়ে

তাবলীগ জামাতের প্রধানের বিরুদ্ধে পুলিশের হত্যা মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে করোনার রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে- এর জন্য ভারত সরকার একটি নির্দিষ্ট ইভেন্টকেই দায়ী করছে। আর সেটি হলো দিল্লির মারকাজ নিজামুদ্দিনে গত মাসে তাবলিগ জামাতের সমাবেশ।

দিল্লির মারকাজ নিজামুদ্দিনের গত মাসে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করোনা ছড়িয়ে পড়ার পর কয়েকজন জমায়েতে যোগ দেওয়া সদস্য মারা গেছেন। আর তাই তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতমাসে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলিগের যে সমাবেশ হয়েছিল, সেখানে যোগ দেওয়ার পরে বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কিন্তু জমায়েতের কয়েকজন মারা যাওয়ার পরে হত্যার অভিযোগ দায়ের করা হলো।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close