ঢাকা অর্থনীতি ডেস্ক: আশুলিয়ায় ফেন্সিডিলসহ যুবলীগ নেতা ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৩ আগষ্ট) সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পন্ডিত (৩৮) ও তার সহযোগী মিলন মাহমুদ (২৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন শেখ জানায়, আটকৃত যুবলীগ নেতা দীর্ঘ দিন যাবৎ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল এবং ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।