দেশজুড়ে

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি: মুমিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার(০৯ মে) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেয়ার অভিযোগে গত বৃহস্পতিবার মুমিনসহ তিনজনকে তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে অসৎ কাজ করতেন। তাদের নামে প্রতারণা করার অভিযোগ এনে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়।

তেজগাঁও থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে রয়েছে তরিকুল ইসলাম মুমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ৫ মে তরিকুল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় তরিকুলকে ভোলা থেকে গ্রেফতার করা হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close