দেশজুড়েপ্রধান শিরোনাম

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি বিএনপির

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি নির্বাচনের চারদিন পর রাজধানীতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছে। উদ্দেশ্য একটাই তা হলো বাকশাল প্রতিষ্ঠা করা। সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘২০ শতাংশের কম ভোট পেয়ে যারা মেয়র নির্বাচিত হয়েছেন আইনত তারা মেয়র হতে পারেন কী না তা নিয়ে প্রশ্ন আছে।’

খালেদা জিয়ার মুক্তি না হলে দেশ-গণতন্ত্র ও জনগণের মুক্তি মিলবে না বলেও জানান দলটির মহাসচিব।

এদিকে, আনুষ্ঠানকিভাবে ফল প্রত্যাখ্যান করে দুই সিটিতে বিএনপির পরাজিত দুই প্রার্থী দাবি করেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটি সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রমাণিত।

অনিয়ম আর কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেন ঢাকা উত্তরের বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আহ্বান নির্বাচন ও ফলাফলের যাবতীয় তথ্য আমাদের সামনে উপস্থান করার। এটা দেখা ও জানার অধিকার আমাদের আছে। পরিকল্পিতভাবে ভোটাররের ভোটকেন্দ্রে যেতে দেয়নি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।’

তিনি আরও বলেন, ‘ফল ঘোষণার অনেক আগেই কিভাবে আওয়ামী লীগের দুই প্রার্থী প্রধানমন্ত্রীর কাছে বিজয়ের শুভেচ্ছা জানান, তা নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রমাণ করে দিয়েছি এই সরকার ও কমিশনের অধীন কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

আর, দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের অভিযোগ, সবদিকে ব্যর্থ হয়ে ইভিএম এ মনগড়া ফল ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘এই নির্বাচনে নগরবাসীর হক কেড়ে নেয়া হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে ভোটের দিন ভোটারদের ভয় দেখানোর পায়তাঁরা করা হয়েছে। জাল ভোটের মহোৎসব হয়েছে।’

সিটি নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close