প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি সাড়ে ৪৬ হাজার

ঢাকা অর্থনীতি ডেস্ক:ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় প্রাণহানি সাড়ে ৪৬ হাজার ছাড়াল, গত ৪৮ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৩৭ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৫৭১ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

Related Articles

Leave a Reply

Close
Close