দেশজুড়েপ্রধান শিরোনাম

বাড়ি ফিরলেন চীনফেরত ১১২ বাংলাদেশি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে আশকোনা হজ ক্যাম্প থেকে আজ বাড়ি ফিরলেন চীনফেরত ১১২ বাংলাদেশি। আজ সকালে বাড়ি ফিরে যান তারা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা সবাই সুস্থ আছেন। তবে আরো কিছু দিন সীমিত চলাচল করা ভালো।

উহান থেকে ফিরে আসা ৩১২ জনের মধ্যে ২০০ জন শনিবার রাতে বাড়ি ফেরেন। স্বজনকে কাছে পাওয়ার আনন্দে মুছে যায় কভিড-১৯ এর ভীতি। মুহূর্তেই পাল্টে যায় আশকোনা হজ ক্যাম্পের গুমোট পরিবেশ।

শনিবার বিকেল পাঁচটায় চীনফেরত ৩১২ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা হয় সবার। পরে দেয়া হয় সুস্থতার সনদ। বিশেষ ফর্মে তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর। ভীতি কাটাতে চীনফেরত সবার সঙ্গে রাতের খাবার খান চিকিৎসক ও অধিদপ্তরের কর্মকর্তারা। বাড়ি ফিরলেও তাদের সবার খোঁজ রাখবে সরকার। দেয়া হয়েছে আরো দশদিন কিছুটা সতর্ক থাকার পরামর্শও।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি চীনে থাকা ৩১২ জন বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আনা হয়। কভিড-১৯ ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয় তাদের। টানা ১৪ দিন পর্যবক্ষেণ শেষে শনিবার তাদের বাড়ি ফেরার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close