শিক্ষা-সাহিত্য

জাবিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ও ডিন অফিসের নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (‘এ’ ইউনিট) ৪১০টি আসনের বিপরীতে এ বছর ৬২ হাজার ৭৬১ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। প্রতি আসনের বিপরীতে ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয় বলে জানান তিনি।

আর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (‘এইচ’ ইউনিট) ৫৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ১৮০ জন ভর্তিচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাস মার্কস পান ৭ হাজার ৩১৪ জন। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৪৩ শতাংশ।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close