দেশজুড়েসাভার

আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ইতিহাসে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক: পারভেজ মল্লিক

স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

গতকাল (৯ জানুয়ারি) বনানী কবরস্থানে গিয়ে পারভেজ মল্লিক কোকো’র কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন। এ সময় ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পারভেজ মল্লিক বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ইতিহাসে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক। অত্যন্ত বিনয়ী, স্বল্প ও মিষ্টভাষী এই মানুষটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে অকালে আমাদের ছেড়ে গিয়েছেন। কিন্তু তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে। কর্মবীরের মৃত্যু নেই উল্লেখ করে পারভেজ মল্লিক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, দৈনিক কালবেলা অনলাইন এডিটর পলাশ মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close