দেশজুড়ে

বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘আকাশপ্রদীপ’ থেকে আট কেজি ৮১৬ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এসব সোনা উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস হাউস।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘আবুধাবি থেকে দেশে আসার পর হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয় বিমানটি। এরপর তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালন করে ঢাকা কাস্টমস হাউস ও আর্মড পুলিশ। বিমানে ঢুকে তল্লাশি চালিয়ে সিটের নিচে পাইপের ভেতর বিশেষ ব্যবস্থায় লুকানো অবস্থায় সোনা পাওয়া যায়।’

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ‘জব্দ করা সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। ফ্লাইটটি আবুধাবি থেকে ঢাকায় আসে (বিজি ০২২৮)। সিটের নিচের পাইপের ভেতর থেকে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close