সাভারস্থানীয় সংবাদ

বাড়ল গণপরিবহন বন্ধের সময়সীমা, ভোগান্তি নিয়ে ফিরছে শ্রমিকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা পরিস্থতি মোকাবিলায় দেশব্যাপী ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

শনিবার (০৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

ছবি: শুনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল থেকে তোলা।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিকে সাভার আশুলিয়া ঘুরে দেখা যায়, মহাসড়কে  গণপরিবহন না থাকলেও বিভিন্ন উপায়ে  শ্রমিকরা ফিরতে শুরু করেছে।  বাড়তি ভাড়ায় কেউ রিকসায়, পিকআপ ভ্যানে ও প্রাইভেটকারে যাতায়েত করছেন। আবার কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্য পৌছানোর চেষ্টা করছে।

এ বিষয়ে আশুলিয়ার একটি পোশাক কারখানা  মহাব্যবস্থাপক ফয়েজ হোসেন জানান, আমরা মুলত ৪ এপ্রিল পযন্ত কারখানা ছুটি ঘোষণা করেছিলাম। আগামীকাল কারখানা খুলে দিব। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে পরিস্থিতিত উপর নির্ভর করে কারখানা বন্ধসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close