প্রধান শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াছমিন, সম্পাদক ইলিয়াস খান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকে কর্মরত সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস খান।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন ৫৮১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ ৩৯৫টি ভোট পেয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান ৫৬৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক ৩৯৩টি ভোট পেয়েছেন।

এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাঈনুল আলম ও কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

সদস্য পদে বিজয়ী হয়েছেন, সদস্য -১ আয়ুব ভূঁইয়া, সদস্য -২ জাহিদুজ্জামান ফারুক, সদস্য -৩ ভানুরঞ্জন চক্রবর্তী, সদস্য -৪ রহমান মুস্তাফিজ, সদস্য – ৫ রেজানুর রহমান, সদস্য -৬ শাহনাজ সিদ্দিকী সোমা, সদস্য -৭ সৈয়দ আবদাল আহমদ, সদস্য -৮ কাজী রওনা হোসেন, সদস্য -৯ বখতিয়ার রানা ও সদস্য -১০ শাহনাজ বেগম পলি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ দুটি প্যানেলের ৩৪জন ১৭টি পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরো সাতজন প্রার্থী ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close