দেশজুড়েপ্রধান শিরোনাম

পুলিশকে লাথি মেরে আদালত চত্বর থেকে পালালো আসামি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ায় পুলিশকে কিলঘুষি ও লাথি দিয়ে পালিয়ে গেছেন সাইফুল ইসলাম সাগর (২৮) নামে মাদক মামলার এক আসামি।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। আসামি সাইফুল বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে সদর থানায় মামলা হলেও সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা।

তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থানা পুলিশ সাইফুলকে মাদক মামলায় গ্রেফতার করে। রোববার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এমন সময় দায়িত্বরত পুলিশের উপসহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিল ঘুষি ও লাথি মেরে হাতকড়া খুলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

এ ঘটনায় রাতে আদালতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Related Articles

Leave a Reply

Close
Close