প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

প্রক্টরকে মারধরের অভিযোগ; অজ্ঞাতনামা আন্দোলনকারীদের বিরুদ্ধে জাবি প্রশাসনের মামলা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহিবুর রৌফ শৈবালকে মারধরের অভিযোগ তুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার ( ০১ নভেম্বর ) রাতে আশুলিয়া থানায় জাহাঙ্গীনরগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন আন্দোলনকারীকে আসামী করে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

এ বিষয়ে সুদীপ্ত শাহীন জানান, সহকারী প্রক্টর মুহিবুর রৌফকে অজ্ঞাতনামারা মারধরের ঘটনায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই মামলা রুজু হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাবেদ মাসুদ জানান, গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা আন্দোলনকারীদের হাতে মারধরের শিকার হন সহকারী প্রক্টর মুহিবুর রৌফ শৈবাল। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) জিয়াউল ইসলাম।

Related Articles

Leave a Reply

Close
Close