তথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

স্পেস ওয়াকে যাচ্ছে নাসার প্রথম নারী দল

ঢাকা অর্থনীতি ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে স্পেস ওয়াকে প্রথমবারের মতো নারী দল পাঠাচ্ছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন কোয়েস্টে নষ্ট হয়ে যাওয়া একটি শক্তি নিয়ন্ত্রণকারী ইউনিট পরিবর্তন করতে দুই নারী সদস্যর একটি দল পাঠাচ্ছে এই মহাকাশ সংস্থা।

নাসা জানায়, ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর নামের এই দুই নারী মহাকাশের ‘পোর্ট সিক্স ট্রাস’ স্থানে পৌঁছানোর পর ব্যাটারির শক্তি নিয়ন্ত্রণকারী নষ্ট যন্ত্রটিকে পাল্টে নতুন যন্ত্র প্রতিস্থাপন করবেন। সাড়ে পাঁচ ঘন্টা পর কাজটি শেষ করে স্পেস স্টেশনের নষ্ট হয়ে যাওয়া যন্ত্রটি নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

১৯৮৪ সালের ২৫শে জুলাই মহাকাশ স্পেস ওয়াকে যাওয়া নাসার প্রথম নারীর খেতাব অর্জন করেন রাশিয়ার স্বেতলানা সাভিতস্কায়া। এ নিয়ে মহাকাশে স্পেস ওয়াকে অংশ নেয়া নাসার নারী কর্মকর্তার সংখ্যা দাঁড়াচ্ছে ১৪ জনে।

Related Articles

Leave a Reply

Close
Close