তথ্যপ্রযুক্তি

আইফোন-১১ উন্মোচিত হচ্ছে ১০ সেপ্টেম্বর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ১০ সেপ্টেম্বর নতুন আইফোন নিয়ে হাজির হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ব্রাজিলের একটি সাইটে এমন খবরই জানানো হয়েছে। সাধারণত প্রতিবছর সেপ্টেম্বরে তারা নতুন পণ্যের ঘোষণা দেয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল আগামী ১০ সেপ্টেম্বর তাদের আইওএস ১৩ এর সপ্তম সংস্করণ উন্মুক্ত করবে। আর সেদিনই নতুন আইফোনের ঘোষণা আসবে।

সেখানে আরও বলা হয়েছে, তারা ‘হোল্ডফররিলিজ’ নামে এ কটি ছবি দেখতে পেয়েছে যেখানে আইওএস ১৩ হোমস্ক্রিন দেখা গেছে। সেই স্ক্রিনে আবার ১০ সেপ্টেম্বর ক্যালেন্ডার তারিখ লেখা।   এর অর্থ হচ্ছে, সেদিনই আইফোন ১১ উন্মোচন করা হবে।

জানা গেছে, আইফোন ১১, ১১ ম্যাক্স ও ১১ আর নামের এই তিন মডেলের ফোনগুলো আসছে। আর এই মডেলের পেছনেই তিন ক্যামেরা থাকবে। এছাড়া এতে ৭ ন্যানোমিটারের এ১৩ চিপ, নতুন ট্যাপটিক ইঞ্জিন, উন্নত ফেস আইডি সিস্টেম সংযোজন করা হবে।  যেগুলোর কোড নাম হতে পারে ডি৪৩, ডি৪২ এবং এন১০৪।

এছাড়া আইফোন তিনটি এক্সআর সিরিজের পরিবর্তে আসতে পারে। যেগুলোতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামরা সেটাআপ।

তবে অ্যাপলের বিশ্লেষক মিন চি কোহ বলেছেন, ফোন তিনটিতেই থাকতে পারে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।

Related Articles

Leave a Reply

Close
Close