দেশজুড়েস্বাস্থ্য

ডেঙ্গু পরীক্ষায় টাকা বেশি নিলে যেভাবে অভিযোগ করবেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গু শনাক্তের জন্য সব ধরনের পরীক্ষায় বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ফি নিলে হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

গতকাল রোববার ডেঙ্গু শনাক্তের জন্য সব ধরনের পরীক্ষায় বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সরকারি হাসপাতালে ফ্রি পরীক্ষা করা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে রবিবার থেকে ডেঙ্গু সংক্রান্ত সকল ধরনের পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে ফ্রি এবং বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশ না মানলে জরুরি ভিত্তিতে মিনিস্টার মনিটরিং সেলে হটলাইন ০১৩১৪৭৬৬০৬৯ বা ০১৩১৪৭৬৬০৭০ অথবা ০২-৪৭১২০৫৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া ministermonitoringcell@gmail.com এই ইমেলেও যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close