দেশজুড়েপ্রধান শিরোনাম
বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়ি কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া তার ছেলেকে নিয়ে ভাতিজার বিয়ে বাড়িতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, মনাক ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।