প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বিমানে থাকা সাত আরোহীই নিহত হয়েছেন। তাদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন।  বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close