দেশজুড়ে

সিরাজগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রতিবেশি এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আপত্তিকর অবস্থায় সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়েছে সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি চাঁন মোহাম্মদের ভাতিজা হাসান আলী।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে বেলকুচির পৌর এলাকার দেলুয়া গ্রামের ওই নারী আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন আ.লীগের সভাপতির ভাতিজা হাসান তার প্রতিবেশি রাজুর বাড়িতে যাতায়াত করছেন। রাজু ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করার সুবাদে দীর্ঘদিন ধরে বাহিরে থাকেন। এই সুযোগে রাজুর স্ত্রীর সাথে হাসানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে গতরাতে রাজুর স্ত্রীর ঘরে প্রবেশ করলে প্রতিবেশিরা তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। তবে ঘটনাটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের মাধ্যমে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিকভাবে বসে কাজী ডেকে নিয়ে এসে হাসানের সাথে ওই মেয়ের কাবিন হয়েছে।

ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা কাউন্সিলরের ছোট ভাই কাজী আসলাম কাবিনের বিষয়টি অস্বীকার করে বলেন, এখনও পর্যন্ত কাবিন হয়নি। আমাকে কাবিনের উদ্দশ্যে ডেকে নিয়ে গিয়েছিল। সন্ধ্যায় আবার সামাজিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে বলেছেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানিয়েছেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close