প্রধান শিরোনামবিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্রে দিনে গড়ে ৮২৩ জন গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোটা পদ্ধতিতে প্রতিদিন গড়ে ৮২৩ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করছে দেশটির অভিবাসন ও কাস্টমসবিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী দমনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে এ অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী।

গত ৯ দিনে ৭ হাজার ৪১২ জনকে গ্রেপ্তার করেছে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)। আইসিইর বিভিন্ন ফিল্ডে কোটা পদ্ধতির মাধ্যমে গ্রেপ্তারের পরিমাণ নির্ধারন করে টার্গেট দেওয়া হয়েছে।

আইসিই কর্মকর্তাদের বাড়ি, কর্মস্থল এবং অন্যান্য স্থানে অভিযান চালানোর ফলে বিতাড়নের হারও বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসন সবচেয়ে সহিংস অভিবাসীদের গুয়ান্তানামো বে-তে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিদিনের গ্রেপ্তারের সংখ্যা অনুযায়ী, জানুয়ারি ৩১ পর্যন্ত অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) ৭ হাজার ৪১২ জনকে গ্রেপ্তার করেছে। আইসিইর দাবি, যারা অবৈধভাবে দেশে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সংস্থা জানিয়েছে, প্রায় ৬ হাজারের উপর আইসিই ডিটেইনার জারি করা হয়েছে। আইসিই তাদের এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে ৯ দিনে গ্রেপ্তারের সংখ্যা প্রকাশ করেছে। নিউইয়র্ক সিটি, শিকাগো ও বোস্টনের মতো শহরে পরিচালিত বিভিন্ন অভিযানের বিবরণও দিয়েছে। যেখানে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় অভিযুক্ত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close