দেশজুড়ে

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপ ভ্যান উল্টে পুকুরে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মজুপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রফিক, মফিজ ও খোরশেদ। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার আবির নগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে মজুপুর পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আহত আবুল হোসেন, ইয়াছিন, রবিউল ও আকবরের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপচালক লিটন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close