জীবন-যাপনতথ্যপ্রযুক্তি

লকডাউন; বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে অনলাইনে পণ্য সরবরাহে

ঢাকা অর্থনীতি ডেস্ক: মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে দেয়া লকডাউনে চাহিদা বেড়েছে অনলাইনে খাবার সরবরাহের। বছর ব্যবধানে বিশ্বব্যাপী অনলাইন খাবার বিক্রি বেড়েছে অন্তত ৩শ শতাংশ। আত্মপ্রকাশ ঘটেছে অনলাইনে খাবার সরবরাহের একাধিক প্রতিষ্ঠান।

করোনা আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি তখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়তে থাকে অনলাইনে পণ্য সরবরাহের। প্রবৃদ্ধি হয়, ই-শপগুলোর আয় ও মুনাফায়।

পোশাক, প্রসাধনী থেকে শুরু করে নিত্যপণ্য কিংবা খাবার সবকিছুর জন্যই ঘরবন্দি মানুষের ভরসাস্থলে রূপ নিয়েছে, অনলাইন সেবা।

সম্প্রতি ইউরোপের একটি জরিপ সংস্থার প্রতিবেদনে জানানো হয়, করোনাকালে বিশ্বব্যাপী অনলাইনে শুধু খাবার সরবরাহ বেড়েছে অন্তত তিনগুণ।

২০২০ সালে নেদারল্যান্ডসেই খাবার বিক্রির ফরমায়েশ বাড়ে দেড় গুণ। আর জার্মানিতে এই হার প্রায় সোয়া ১শ শতাংশ। অনলাইনে খাবার বিক্রির প্রবৃদ্ধি তালিকার তৃতীয় স্থানে, কানাডা; দেশটিতে খাবার ডেলিভারি বেড়েছে ৮৮ শতাংশ। আর যুক্তরাজ্যে এই খাতের প্রবৃদ্ধি ৭৯ শতাংশ।

ফরমায়েশ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুনাফাও। প্রথমবারের মতো লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে উবার ইটস, ডেলিভারো, জাস্ট ইট টেকওয়ে।

Related Articles

Leave a Reply

Close
Close