দেশজুড়েশিল্প-বানিজ্য

পাটুরিয়ায় হবে দ্বিতীয় পদ্মা সেতু!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাটুরিয়ায় হবে দ্বিতীয় পদ্মা সেতু, আর যমুনার তলদেশে টানেল, আসছে বাজেটে বড় প্রকল্পের ফাস্ট ট্র্যাক ঝুড়িতে যুক্ত হচ্ছে আরো কিছু নাম। সরকার বলছে, অগ্রাধিকারভিত্তিক দশ মেগা প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থবছরে বরাদ্দ থাকছে ৩৬ হাজার কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এবার দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে নতুন বাজেটে যুক্ত হচ্ছে যমুনা নদীতে টানেল প্রকল্প, বলছেন।

তিনি বলেন, বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা আমাদের বড় দরকার। এখানে আমরা অর্থ বিনিয়োগ করবো সবচেয়ে বেশি। আমরা পাটুরিয়ার কাছে আরেকটি পদ্মাসেতুর কাজে বোধহয় হাত দিতে পারবো। কর্ণফুলী টানেলের মতো আরো ২/৩টা টানেল যমুনা নদীতে করা হবে।

অর্থনীতিবিদ কে এস মুর্শিদ বলেন, মেগা প্রকল্পের কথা শুনতে ভাল শোনায়, কিন্তু বাস্তবায়নে গিয়ে কস্ট যদি অনেকগুণ বেড়ে যায়, তখন তো মানুষ ভাববে যে আসলে এসব মেগা প্রজেক্ট দিয়ে আসলে আমাদের কতটুকু লাভ হচ্ছে। গুণগত মানটা বজায় রাখতে হবে। তা না হলে অনেক অপব্যয় হয়, অপচয় হয় এবং মানুষেরও ধৈর্য হারিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Close
Close