দেশজুড়েপ্রধান শিরোনামশেয়ার বাজার

সাত বছর পর শেয়াবাজারে নতুন রেকর্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসের এখন আরও দুই দিন বাক। আর এরই মধ্যে একের পর এক রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রধান সূচক ডিএসইএক্স ৬,৮৮৪ পয়েন্টে পৌঁছেছে। ২০১৩ সালের পর এটি সর্বোচ্চ রেকর্ড।

বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস-৩০ ও শরীয়াহ সূচক বা ডিএসইএস যথাক্রমে রেকর্ড ২,৪৬৩ ও ১,৪৯৪ পয়েন্টে পৌঁছায়।

গত বুধবার ডিএসইতে বাজার মূলধন ৫ লাখ ৫৯ হাজার ১৮৯ কোটি টাকা পৌঁছায়। ১৯৫৬ সালে স্থানীয় এই শেয়ারবাজার খোলার পর যা সর্বোচ্চ।

আগস্টে একদিনে ঢাকার পুঁজিবাজার রেকর্ড ৪ লাখ ২১ হাজার ক্রয় বা বিক্রয়াদেশ নিষ্পন্ন করে। একইভাবে রেকর্ড ১০১ কোটি শেয়ারের হাতবদল হয়। ডিএসইর তথ্য অনুসারে, আগস্টে পুঁজিবাজারে দৈনিক ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে ২০১০ সালের নভেম্বরে একবারই এটা ঘটেছিল।

শেয়ারবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণের ঊর্ধ্বমুখী গত এপ্রিলে শুরু হয়। বাজারের গতি ঊর্ধ্বমুখী হওয়ায় কিছু সাধারণ বিনিয়োগকারীরাও আসছে। সুতরাং সূচক বেড়েই চলছে।

ডিএসইর তথ্য অনুসারে, আগস্টে সূচক বেড়েছে ৩৭০ পয়েন্ট। যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক বৃদ্ধি। এর আগে মে মাসে এটি ৪৭৩ পয়েন্টে পৌঁছেছিল।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close