খেলাধুলাপ্রধান শিরোনাম

সাফ ফুটবল: আজ মাঠে নামবে বাংলাদেশ-ভারত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২য় প্রতিপক্ষ শক্তিশালী ভারত। মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচ শুরু হবে আজ বিকেল ৫টায়।

প্রথম ম্যাচে জেতা বাংলাদেশের লক্ষ্যে এখন ধারবাহিকতা ধরে রাখা। ভারতের বিপক্ষে তিন পয়েন্ট যোগ করতে আত্মবিশ্বাসী কোচ অস্কার ব্রুজন।

ভারতের কৌশল আর শক্তি-দূর্বলতা বিশ্লেষন করেই মাঠে নামবে বাংলাদেশ। এরইমধ্যে লংকানদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে উপহাসও করেছে ভারতের কোচ ইগর ইস্তিমাচ। মাঠের লড়াইয়ে পারফরমেন্সের প্রমাণ দিতে তৈরী কোচ জামাল ভূইয়ারা।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘মাঠের লড়াইয়ের সাথে এটা মাইন্ডগেমও। আমাদের ফুটবলাররা ফর্মে আছে, আর আমরা জানি কোচ কি চান। কোচের পরামর্শ অনুযায়ী খেলতে পারলে আমার বিশ্বাস লড়াইটা ভালোমতোই হবে।’

শক্তি-সামর্থ্যে সাফ চ্যাম্পিয়নশিপের পাওয়ার হাউস ভারত। সাতবারের চ্যাম্পিয়ন দলটা। ফিফা র‌্যাকিংয়েও বাংলাদেশ থেকে ঢের এগিয়ে সুনীল ছেত্রীরা আছে ১০৫ নম্বরে।

সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৩ এর আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে হারিয়েছিল ভারতকে। তারপর আঠার বছরে আর জয় নেই ভারতের বিপক্ষে। তবে ২০২২ কাতার বিশ্বকাপের প্রাক-বাছাইয়ে সল্টলেকের ম্যাচে ড্র করে বাংলাদেশ। সবকিছু মাথায় রেখে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে থাকবে একাধিক পরিবর্তন। স্ট্রাইকিংয়ে সুমন রেজার বদলে থাকছেন মতিন মিয়া, উইংগার পজিশনে জুয়েল রানার পরিবর্তে সাদ-উদ্দিন।

বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘আমরা কোনভাবেই ড্র করার জন্য মাঠে নামবো না। একটাই লক্ষ্য ভারতকে হারানো। শ্রীলঙ্কার পর ভারতকে হারাতে পারলে ফাইনালে খেলা সহজ হবে। কাজেই তিন পয়েন্টের বিকল্প ভাবছিনা।’

এদিকে, লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ভালোভাবেই পর্যবেক্ষন করেছে ভারত। জিতলেও পেনাল্টি ছাড়া লঙ্কানদের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ দল। লাল-সবুজ দলের টেকনিক আর ট্যাকটিসে ব্যাকফুটে ফেলতে প্রস্তুত ভারত দলের গুরু ইগর স্টিমাচ।

Related Articles

Leave a Reply

Close
Close