আশুলিয়াধামরাইশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ
সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ
সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাভারের গণস্বাস্থ্য পিএইচএ ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানে কলেজের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং গভর্নিং বডির সদস্যগন অংশগ্রহন করেন । অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে স্বাগত জানান কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধণী বক্তব্য প্রদান করেন এবং রংবেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম.এ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খায়রূল আলম চাকলাদার ।
আলোচনা পর্ব শেষে অতিথিগন ১৯টি ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এই অনুষ্ঠানে এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষন ছিল র্যাফেল ড্র পর্ব । র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।