দেশজুড়েপ্রধান শিরোনাম

দু’একজন বাদে উচ্চ আদালতেও সবার ফাঁসি হবে, আশা আইনমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফেনীতে আলেঅচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে, দু’একজন ছাড়া উচ্চ আদালতেও সবার ফাঁসি বহাল থাকার আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নুসরাত হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, অন্যায় যে-ই করুক কাউকেই ছাড় দেয়া হবে না।

আইনমন্ত্রী বলেন, নুসরাত হত্যার এই বিচারকে নিশ্চিত করার জন্য হাইকোর্টে যাবে এবং সেখানেও দ্রুত বিচারকাজ শেষ হবে। ফলে যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়া হবে। আর এই শাস্তির মাধ্যমে এ কথাটাই পরিষ্কার করতে চাই যে আইনের ঊর্ধ্বে কেউ নাই। অপরাধীর শাস্তি হবেই।

Related Articles

Leave a Reply

Close
Close