খেলাধুলাপ্রধান শিরোনাম

হঠাৎ অবসরে মুশফিকুর রহিম

ঢাকা অর্থনীতি ডেস্ক :ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, ‘আজ  থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’
তিনি আরো লেখেন, ‘বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।
গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে।
আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি।
তাদের বাদ দিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল। তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।
তিনি ২৭৪ ওয়ানডের ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেছেন। নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন ডানহাতি এই ব্যাটার।

Related Articles

Leave a Reply

Close
Close