খেলাধুলা

৮ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানারা। এতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এদিন টসে জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিকায়ক নিগার সুলতানা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে ১৪৪ রান। ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রান সংগ্রহ করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪১ বলে শারমিন আক্তার সুপ্তার ৩৭ রানের ইনিংস দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

ব্যক্তিগত ২৯ রানে কিয়ানা জোসেফ আউট হন। তবে অধিনায়ক হেইলি ম্যাথিউসের ৫৪ বলে ৬০ রান ও ডিয়েন্দ্রা ডটিনের ৫১ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন ২টি উইকেট নেন। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার (৩০ জানুয়ারি) ভোরে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close