দেশজুড়ে

সরকার নির্ধারিত ভাড়ায় বাস চালাতে রাজি নয় মালিকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকার নির্ধারিত ভাড়ায় বাস চালাতে রাজি নয় মালিকরা। তাই যাত্রীদের অসন্তোষে রাজধানীর মিরপুর এলাকায় বাস বন্ধ করে দিয়েছে চালক, শ্রমিকরা।

রাজধানীতে কোনো সিটিং সার্ভিস থাকবে না, বাস চলবে না ওয়েবিলে। বাস মালিকরা এ সিদ্ধান্ত মানছে না। এনিয়ে পথে পথে যাত্রীদের সঙ্গে বাসচালক আর শ্রমিকদের বিরোধ বাধছে। মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ পুরো মিরপুর এলাকায় অধিকাংশ সিটিং সার্ভিস বাস চলাচল বন্ধ রয়েছে।

বিকেলে মিরপুর এলাকায় বিভিন্ন রুটের বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেয় শ্রমিকরা। যাত্রীদের দাবী, সরকার নির্ধারিত ভাড়ার থেকেও বেশি ভাড়া আদায় করছে শ্রমিকরা। আর শ্রমিকদের দাবি, যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিলেও মালিকপক্ষ এখোনো ওয়েবিলের নির্ধারিত বাড়তি ভাড়া হিসাব করে দিন শেষে টাকা চায়।এতে করে সারাদিন গাড়ি চালিয়েও দিন শেষে খালি হাতে ফিরতে হচ্ছে বলে দাবি শ্রমিকদের।

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Close
Close