খেলাধুলা

অনুশীলনে বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা। তবে অনুশীলনে বাগড়া দিয়েছে বৃষ্টি। বেশ কিছুক্ষণ অনুশীলন করার পর শুরু হয় বৃষ্টি।

আজ (রোববার ১ আগস্ট) সকাল ১০টা নাগাদ মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্কোয়াডে থাকা দলের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল অস্ট্রেলিয়া। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় এবারে অনুশীলন শুরু করবে তাঁরা। দুপুরে একই ভেন্যুতে অনুশীলন করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও অনুশীলন শুরুর আগে মাঠে পর্যবেক্ষক দল পাঠাবে সফরকারীরা। ৩ আগস্ট শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট।

একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে ২০১৭ সালে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। এরপর ২০২০ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি থাকলেও সফরটি বাতিল করে তারা।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

Related Articles

Leave a Reply

Close
Close