ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধ, রক্তাক্ত ৪

ধামরাই প্রতিবেদক : ধামরাই উপজেলার খাতরা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘাতের ঘটনায় ৪ জনের আহত হয়েছে। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় আবদুল গণি (৫০) নামের একজনকে ধামারাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার (১৫ মে) মধ্যরাতে উভয় পরিবারের মধ্যে পুনরায় বাকবিতণ্ডার হলে এ সংঘর্ষের ঘটনার ঘটে।

প্রতিবেশীরা জানান, খাতরা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল এবং মাইনুদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ ছিল। মাঝেমধ্যেই তারা এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যেত। বুধবার মধ্যরাতে মাইনুদ্দিন ওই জমি দখলের চেষ্টা করলে উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে যায়। এতে করে উভয় পরিবারের ৪জন আহত হয়। তবে শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হতে থাকায় আশংকা জনক অবস্থায় আবদুল গণিকে ধামরাই উপজেলা হাসপাতালে নিয়ে যান তারা।

ধামরাই উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফজলুল হক জানান, মাথা ফেটে গিয়ে শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে আশংকাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে আনা হয়। পরে তার শারীরিক অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close