দেশজুড়ে

সচিবালয়ের পাশে হর্ন বাজালে জরিমানা, কার্যকর ১৭ ডিসেম্বর থেকে

ঢাকা অর্থনীত ডেস্ক:  বাংলাদেশ সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্নহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে।

এদিন থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় হর্ন বাজালে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী জেল-জরিমানা করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবউদ্দিন সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।

‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী প্রণীত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক একমাস কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close