প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

অবৈধভাবে মাংস আমদানী করায় আটক সাভারের এনামুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের রেডিওকলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গরুর মাংস আমদানী করে সংরক্ষন করার অপরাধে এনামুর রহমান নামে একজনকে আটক করা হয়। এসময় ২ লক্ষ টাকা জরিমানা করে র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

এনামুর কর্মচারীদের দিয়ে বেশ কিছুদিন যাবৎ মাংস বিক্রি করে আসছিলো। আর তিনি এ অবৈধভাবে আমদানীকৃত মাংস সাভারসহ বিভিন্ন রেস্তোরায় কমদামে বিক্রি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, সাভারের রেডিওকলোনি এলাকায় দীর্ঘ দিন যাবৎ নয়াবাড়ী ভাটপাড়া এলাকায় একটি বাড়ীতে অবৈধভাবে ইন্ডিয়া থেকে গরুর মাংস আমদানী করে সংরক্ষন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‍্যাব ৪ এর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয় এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ফ্রিজে রাখা ৪০০ কেজি মাংস জব্দ করা হয়। জব্দকৃত গরুর মাংস পরীক্ষা- নিরীক্ষা করার পর পরবর্তী আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অভিযানে এসময় র‍্যাবের সাথে সাভার পৌর ও প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close