দেশজুড়ে

এনটিভি’র লাইসেন্স বাতিলের দাবিতে ওলামা লীগের মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ওহাবি, সালাফি এবং মওদুদি মতবাদ প্রচারের অভিযোগে এনটিভি’র লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এনটিভিতে তথাকথিত ইসলামি প্রোগ্রামে মওদুদি জামায়াত এবং সালাফি মতাদর্শের লোক দিয়ে মুহাম্মদ (স.) এর নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ‘ইসলামি জিজ্ঞাসা’ নামের অনুষ্ঠানে এনটিভি যাদেরকে আমন্ত্রণ করে বা যারা প্রশ্নের উত্তর দেন, তারা সাঈদীর বেয়াই কামালউদ্দীন জাফরী, সালাফি নেতা মুজাফফর বিন মহসিনের মতো মওদুদি জামায়াতের লোক। যারা এর আগে সালাফি মওদুদিদের মদত দিয়ে আসছিলেন। তাই, দেশে জঙ্গিবাদ সালাফিবাদ প্রচারের দায়ে এবং জামায়াত জঙ্গিদের সমূলে উৎখাত করার জন্য এনটিভির লাইসেন্স বাতিলের দাবি জানান তারা।

এসময় ক্যাসিনো ও দুর্নীতি দমনসহ সব কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমৃত্যু থাকার অঙ্গীকারও করা হয় আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে।

মানবন্ধনে সংগঠনটির সহ-সভাপতি লায়ন আলহাজ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close