করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

অ্যাস্ট্রোজেনেকা ও মডার্না চলছে একসাথে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম আজ থেকে শুরু হলেও এখনও সব কেন্দ্রে পৌছেঁনি টিকা।

একই সারিতে দাঁড়ানো লোকজনকে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ। এদের অনেকেই নিচ্ছেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা।

দীর্ঘ প্রতীক্ষার পর টিকা নিতে পেরে একদিকে যেমন সন্তুষ্ট তারা, তেমনি বিরতি পড়ায় দ্বিতীয় ডোজ কার্যকর হওয়া নিয়েও রয়েছে শংকা। যদিও বিশেষজ্ঞদের মতে, প্রথম ডোজের পর দীর্ঘ বিরতি দিয়ে দ্বিতীয় ডোজ নিলেও কোনো অসুবিধা নেই।

ভারত থেকে আসা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই ফেব্রুয়ারিতে শুরু হয় গণটিকা কার্যক্রম। কিন্তু এপ্রিলে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিয়তার মুখে পড়ে প্রথম ডোজ নেয়া ১৫ লাখের বেশি টিকা গ্রহণকারী।

এদিকে, রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা মানুষ মডার্নার টিকার প্রথম ডোজ ও ফাইজারের দ্বিতীয় ডোজ নিচ্ছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close