দেশজুড়েপ্রধান শিরোনাম

আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট ইস্যুর কার্যক্রম শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পাসপোর্ট ইস্যুর কাজ শুরু হয়েছে।

এক অফিস আদেশে বুধবার এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান মহাপরিচালকের পক্ষে আদেশে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবােলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে সব নতুন আবেদনের কার্যক্রম বন্ধ থাকলেও ৩১ মে থেকে শুধু সীমিত আকারে রি-ইস্যু কার্যক্রম চালু রাখে পাসপোর্ট অধিদফতর। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জরুরি আবেদনকারীদের জন্য তা উন্মুক্ত ছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close