বিশ্বজুড়ে

আফগানিস্তানকে ৫০০ কোটি রুপি সহায়তা দেবে পাকিস্তান

ঢাকা অর্থনীতি ডেস্ক: আফগানিস্তানকে ৫০০ কোটি রুপি মানবিক সহায়তা দেবে পাকিস্তান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ বিষয়ে এক বৈঠকে এ অনুমোদন দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

বৈঠকে পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের জন্য ভারতীয় খাদ্য ও অন্যান্য সহযোগিতা পরিবহনের অনুমোদন দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) ইসলামাবাদে নবগঠিত আফগানিস্তান ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশন সেল (এআইসিসি)-এর প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, অর্থ বিষয়ক উপদেষ্টা শওকত তারিন, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফসহ সিনিয়র সহকারী এবং সামরিক কর্মকর্তারা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, অবিলম্বে ৫০০ কোটি রুপির অভ্যন্তরীণ সহায়তা আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে থাকবে খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা।

Related Articles

Leave a Reply

Close
Close