খেলাধুলা

আবারো নতুন চেহারায় সামনে এসেছেন অলরাউন্ডার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মানেই ভক্তদের জন্য চমক। বিভিন্ন সময় বিভিন্ন বেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। আবারো নতুন চেহারায় সামনে এসেছেন টাইগার অলরাউন্ডার, যেখানে তাকে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন অনেকেই।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিব। সেখানে দেখা যায়, চাল ও ডাল জাতীয় পণ্যের আড়তে মহাজনের আসনে বসে আছেন তিনি। খাতায় কোনো হিসাব লেখার সময় হাসি মুখে অন্যদিকে তাকিয়ে আছেন, এমন সময় ছবিটি তোলা। দেখে মনে হচ্ছে পুরোদস্তুর মহাজন বনে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ছবির ক্যাপশনে খুশির ইমোজি ব্যবহার করেছেন সাকিব। তবে অন্য কিছু না বলায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। রিফাত এমিল নামের এক ভক্ত মন্তব্য করেছেন, পুরনো আড়তদার এমন একটা ভাব আসছে। পাশে রেডিও দেয়াতে আরো ভালো হইছে। সম্ভবত কোনো বিজ্ঞাপনের কাজ।

হ্যামলেট সরকার নামের আরেক ভক্ত সাকিবের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, বস্তা, সাজানো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ক্যাশ বাক্স, লুঙ্গি, ফতুয়া, আঙুলে বড় পাথরের আংটি, ঘরি… পুরাই গ্রামের সেই মহাজন.. মহাজনের জন্য ভালোবাসা…।

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। সেদিন থেকেই সব্ধরণের ক্রিকেট খেলতে পারবেন তিনি। বাইশ গজে ফেরার লক্ষ্যে এরইমধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন এই অলরাউন্ডার। অন্য ধরণের এই ছবির রহস্য হয়তো খোলাসা করতে পারবেন তিনিই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close