শিক্ষা-সাহিত্য

‘আব্বা, চাচা, আচ্ছা’ এখন থেকে ইংরেজি শব্দ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইংরেজি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নারস ডিকশনারির ১০ম সংস্করণে যুক্ত হয়েছে ভারতীয় অঞ্চলে ব্যবহৃত হয় এমন ৩৮৪টি শব্দ। এর মধ্যের অনেকগুলোই বাংলাদেশিরাও ব্যবহার করে থাকে। ডিশনারিতে যুক্ত হওয়া এমনই একটি শব্দ “আচ্ছা”।

নিজেদের ওয়েবসাইটে জনপ্রিয় এই ডিকশনারির প্রকাশক অক্সফোর্ড প্রেস “আচ্ছা” শব্দটির দুটি অর্থ দেওয়া হয়েছে।

প্রথম অর্থে বলা হয়েছে, “আচ্ছা” শব্দটি “বক্তার কোনোকিছুতে একাগ্রতা প্রকাশ, সম্মতি বা বুঝতে পারার ক্ষেত্রে ব্যবহার করা হয়।” এটি ইংরেজি শব্দ “ওকে” বা “অলরাইট”এর মতো। ডিকশনারিতে দেওয়া দ্বিতীয় অর্থ অনুযায়ী, “আচ্ছা” শব্দটি “বিষ্ময়, খুশি প্রভৃতি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়।”

অক্সফোর্ড ডিকশনারিতে “আচ্ছা” ছাড়াও বেশ কিছু “দেশি” শব্দ যুক্ত করা হয়েছে। এগুলোও এখন থেকে ইংরেজি শব্দ বলে বিবেচ্য হবে। এগুলো হলো—আব্বা, চাচা, নাটক, চামচা, চুপ, কিমা ইত্যাদি।

১৯৪৮ সালে প্রথম অক্সফোর্ড ডিকশনারি প্রকাশ করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এটি ইংরেজিভাষী না এমনদের জন্য সবচেয়ে বৃহৎ ইংরেজি ডিকশনারি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close