আমদানি-রপ্তানীকৃষিপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

আমদানির ঘোষণায় বাজারে কমেছে চালে দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: শুল্ক কমানোসহ আমদানির ঘোষণায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ১ থেকে ৩ টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন, দাম কমতে শুরু করায় বাজারে কমেছে ক্রেতাও।

এদিকে, সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজি ২ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম।

রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষিবাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৮৬ টাকা কেজি। এছাড়া মিনিকেট মানভেদে ৬৫ থেকে ৭৮, বিআর আটাশ চাল ৫২ থেকে ৫৬ টাকা আর পাইজাম ৫২ থেকে ৫৫ টাকা কেজি। ক্রেতা-বিক্রেতারা বলছেন, ক’দিন আগেও এসব চাল কেজি ১ থেকে ৩ টাকা বেশি ছিল। মিল পর্যায়ে দাম কমতে শুরু করায় অনেক আড়তদার লোকসান দিয়েই দাম কমাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।

বাজারে কমদামের চালের সরবরাহ বাড়লে আগামী সপ্তাহে নাগাদ দাম আরও কমার আশার কথা জানালেন পাইকাররা। এদিকে, পাইকারিতে কেজিতে ২ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩২ থেকে ৩৬ টাকা কেজি। এছাড়া, ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩২, চীনা রসুন মানভেদে ৯৫ থেকে ১১০, চীনা আদা ৯৫ থেকে ১০০ টাকা কেজি পাইকারি বাজারে। বিক্রেতারা জানালেন, দেশি আলু মান ভেদে ১৮ থেকে ২১ আর দেশি রসুন পাইকারিতে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

Related Articles

Leave a Reply

Close
Close