বিনোদন

আমাকে কাজে যেতেই হবে: শ্রুতি হাসান

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতে করোনা মহামারি বেশ ভয়াবহ। এর মধ্যে কিছুদিন আগেও স্বাস্থ্যবিধি মেনে শুটিং করেছেন শ্রুতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মহামারি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারব না। মাস্ক ছাড়া সেটে যাওয়াটা অনেক ভয়ংকর। মিথ্যা বলব না। কিন্তু অন্যদের মতো আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাকে কাজে ফিরতে হবে। শুটিংয়ের জন্য তারা যখন আমাকে ডাকবে চুক্তির কারণে সেটি শেষ করতে আমাকে সেখানে যেতে হবে।’

শ্রুতির বাবা তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও মা অভিনেত্রী সারিকা। কিন্তু অনেক আগে থেকেই আলাদা থাকেন শ্রুতি। তিনি বলেন, ‘আমাদের একেক জনের আয় একেক রকম। কিন্তু আমাদের সবাইকে খরচ জোগাতে হয়। এজন্য কাজে যেতে হবে। আমার নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। সাহায্য করার জন্য আমার মা-বাবা নেই। আমি নিজেই সব সিদ্ধান্ত নিই— ভালো কিংবা খারাপ সবই। অনেক সফল ব্যক্তি এই মহামারিতে গাড়ি কিংবা দামি কোনো জিনিস কিনতে পারছেন না। কিন্তু আমি এই মহামারির আগে একটি বাড়ি কিনেছি। তাই আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।’

সম্প্রতি শ্রুতিকে ‘লাবাম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো রয়েছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close