দেশজুড়েপ্রধান শিরোনাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১২৩৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসে গ্রাহক পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগের মাসের তুলনায় ১৬ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। আজ থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহাম্মদ আবু ফারুক এই ঘোষণা দেন।
আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৬ টাকা ৮৫ পয়সা থেকে বেড়ে ৫৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। এর দাম আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close